Welcome to Customs, Excise & VAT Commissionerate, Rangpur

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশ নম্বর- ০৮.০০৩.০২১.০১.০০.০৩৫.২০০৯ (অংশ-১)/৫৪০, তারিখ : ২৫.০৮.২০১১ খ্রিঃ, জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নথি নম্বর- ১(১২)শুঃ ভঃ প্রঃ-২/২০০৮(অংশ-)/৩৭৩ (২), তারিখ : ২৩.১০.২০১১ খ্রিঃ এবং জাতীয় রাজস্ব বোর্ডের অপর আদেশ নথি নম্বর- ১(১২)শুঃ ভঃ প্রঃ-২/২০০৮(অংশ-)/৩৭৪(২), তারিখ : ২৩.১০.২০১১ খ্রিঃ এর মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীকে পুনর্গঠন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর নামে একটি নতুন কমিশনারেট গঠিত হয়। রংপুর প্রশাসনিক বিভাগের আওতাভুক্ত ৮টি জেলা যথা- রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনরিহাট, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এ কমিশনারেটের অধক্ষিত্রেভুক্ত।